তেরঙা পতাকা ভারতের গর্ব
অজিত কুমার কর


ওই ওড়ে পতপত ভারতের গর্ব
যেন না কেহই করে সম্মান খর্ব।
অনেক কষ্টে পাওয়া ঝরেছিল রক্ত
স্বাধীনতা সংগ্রামী ওরা দেশভক্ত।


অন্তরে দৃঢ় পণ চাই মা'র মুক্তি
জেগে ওঠো এইবার আর নয় সুপ্তি।
ভীরুদের নেই কোনও জীবনের মূল্য
ক্ষুদিরাম সুভাষের মহিমা অতুল্য।


পরাধীনতার গ্লানি মাত্রাতিরিক্ত
আড়ালে চোখের পাতা অশ্রুতে সিক্ত।
বৃটিশ-শাসনে রবি যাবে যবে অস্ত
দূর হবে সেইদিন দুঃখ সমস্ত।


হৃদয়ে সাহস-বল জোগাতে সমর্থ
ত্যাগ-শান্তি-শৌর্য তেরঙার অর্থ।
'জনগণমন' গীত ভরপুর ছন্দে
পুণ্যলগ্নে গাই সকলে আনন্দে।


© অজিত কুমার কর