থেমে গেল জলতরঙ্গ
অজিত কুমার কর


অঙ্গদের কিনিকিনি সুমধুর সুর
যেন তা জলতরঙ্গ দূর নয় দূর।
হাজার মাইল দূরে দেশের সীমান্ত
তবুও কখনো আমি নই রণক্লান্ত।


বিশ্রাম স্বল্প-সময় অতন্দ্র প্রহরী
সর্বদা নিকটে যেন ওগো সহচরী।
অরুণকিরণে স্নাত শুভ্র হিমবাহ
শিরায় শিরায় উষ্ণ শোনিত প্রবাহ।


ছবিটি পকেটে রাখি আছে গীতাঞ্জলি
অনন্ত শক্তির উৎস অস্ফুটে দু'কলি।
ভেবো না ভেবো না কিছু জীবন নশ্বর
সপ্তপাকে বাঁধা তুমি স্বর্গ হবে ঘর।


তিরিশ দিনের ছুটি পেয়েছি এবার
নতুন বছরে পাবে কিছু উপহার।
অজানা বিপদ এসে কেড়ে নিল প্রাণ
নিমেষে হারিয়ে গেল জীবনের গান।


© অজিত কুমার কর