ট্রায়োলেট : কাঠবিড়ালী
অজিত কুমার কর


কিড়িক কিড়িক কাঠবিড়ালীর মধুর কলতান
দুপুর হলেই ওদের মজা বিরাট অবসর
বেশ উপভোগ করি আমি তখন ওদের গান
কিড়িক কিড়িক কাঠবিড়ালীর মধুর কলতান।
স্থির থাকে না এ-ডাল ও-ডাল ওদের অবস্থান
তখন যে ফল থাকে গাছে ভরে যায় উদর
কিড়িক কিড়িক কাঠবিড়ালীর মধুর কলতান
দুপুর হলেই ওদের মজা বিরাট অবসর।


ট্রায়োলেট : ছাতিম-সুবাস
অজিত কুমার কর


আমাকে মাতাল করে ছাতিমের বাস
এগিয়ে জড়িয়ে ধরি কটিদেশে তাঁর
ফুরফুর ফুরফুর হিমেল বাতাস
আমাকে মাতাল করে ছাতিমের বাস।
দিঘিতে শালুক কত অঘ্রান মাস
ছাতিমের ছায়ে বসি, প্রেয়সী আমার
আমাকে মাতাল করে ছাতিমের বাস
এগিয়ে জড়িয়ে ধরি কটিদেশে তাঁর।


ট্রায়োলেট : মাস্কঢাকা মুখ
অজিত কুমার কর


মাস্ক খুলেছি সেকেন্ড কয়েক অন্তরালে কেমনে রই
শুধুই ছবির জন্য তো নয় দেখাতে চাই কেমন মুখ
তা না হলে মুখ ফেরাবে ব্যথায় তখন কাতর হই
মাস্ক খুলেছি সেকেন্ড কয়েক অন্তরালে কেমনে রই।
চোখের পলক পড়ে না আর রূপবতী আমার সই
কীভাবে যে কাটাচ্ছি দিন বুঝল না কেউ আমার দুখ
মাস্ক খুলেছি সেকেন্ড কয়েক অন্তরালে কেমনে রই
শুধুই ছবির জন্য তো নয় দেখাতে চাই কেমন মুখ।


© অজিত কুমার কর