হৃদয় আমার ভরিয়ে দিলে দারুণ খুশি তোমায় পেয়ে
দুখের সাথে সুখও ছিল তাই উঠেছি পাহাড় বেয়ে।
একনাগাড়ে কেবল খুশি কেউ কখনো দেয় না ঢেলে
যেথায় খুশি উড়ে বেড়াই দেশবিদেশে পাখনা মেলে।


যেদিন তুমি প্রথম এলে তোমায় নিয়ে রঙিন আশা
পিছন ফিরে তাকায়নি কেউ ব্যর্থ প্রাণের রুদ্ধ ভাষা।
আজকে তোমার বিদায় দিনে যা দিয়েছ ভুলেই গেল
ভাবছে, নবীন সবই দেবে, যে অতিথি আজকে এল।


প্রত্যাশার কি আর অন্ত আছে সহজে কেউ হয় না খুশি
কোনও কিছু খামতি হলে আপন ভাগ্যে তখন দুষি।
কত মানুষ অভুক্ত রয় তাদের কথা কেউ কি ভাবে
স্বার্থপূরণ হলেই হ’লো বাকিরা সব ছিবড়ে পাবে।


তাইতো মানুষ কষ্টে ভোগে তৃপ্তি ওদের দেয় না ধরা
অসন্তোষের এটাই কারণ লোভ লালসায় হৃদয় ভরা।
চেষ্টা যারা করে চলে পরকে সুখের পরশ দিতে
তারাই সত্যিকারের মানুষ কাজ করে যায় সবার হিতে।