*                 তোমার কৃপায় তৃপ্ত
                    অজিত কুমার কর


    যা দিয়েছো আমায় তুমি তাতেই আমি পূর্ণ
তাইতো তোমায় চাইনি কিছুই চায় না যেমন উর্ণ।
              সবকিছু তো তোমার হাতে
                 বিশ্বভুবন নয়ন পাতে
    বোধের শিক্ষা আমারে দাও, দর্প করো চূর্ণ।


    অন্ধকারে বিজনে পাই প্রকাশ তোমার দৃপ্ত
     অনায়াসে পেরোই বাধা কৃপায় পরিতৃপ্ত।
               তোমার স্নেহের ফল্গুধারা
                পেয়ে আমি ক্লান্তিহারা
  তোমার আদেশ মেনে আমি, কর্মে সদা লিপ্ত।