*               ত্রাতা জগন্মাতা
               অজিত কুমার কর


তুমি ছাড়া তখন পাশে আর ছিল না কেউ
           তবু আমি হইনি হতাশ
            শুধু দ্রুত শ্বাস-প্রশ্বাস        
জাপটে ধরে সামাল দিলে সুউচ্চ এক ঢেউ।


তোমার ওপর আস্থা আমার সর্বদা অটুট
          অমন দুটি বলিষ্ঠ হাত
         কখনো তা হবে না কাৎ
ঝঞ্ঝা তুফান ঘূর্ণিতেও হবো না হাতছুট।


   তুমি হলে বিপত্তারণ চোখের পাতায় সব
           তোমার কাছে সবাই সমান
            লক্ষ্য রাখো বাঁচাতে জান
কারুর ভিতর দেখি না তা তোমার যা বৈভব।


জীবন মৃত্যু তোমার হাতে কখন কে পায় ডাক
          ওসব নিয়ে ভাবতে নারাজ
          দেখছো তুমি করি যা কাজ
  অপরিসীম ধৈর্য তোমার দেখে হই অবাক।