তৃষা মিটাও


পিয়াস লেগেছে খুব এদিকে তাকাও
কণ্ঠ শুকিয়ে গেছে তিয়াস মিটাও।
ডাকলাম একবার
ডাকতে পারি না আর
এসেছি তোমার দ্বারে হাতে ঢেলে দাও।


বাতাসা ধরিয়ে দিয়ে পরে দিল জল
পাখার বাতাস দিল জড়িয়ে আঁচল।
বাহিরে প্রখর  ধুপ
সুনয়না আছে চুপ
আমাকে কাতর দেখে আঁখি ছলছল।


মায়া মমতায় ভরা নারীর হৃদয়
হাতের একটু ছোঁয়া দেয় বরাভয়।
আমি এক পথচারী
ও' অপরিচিত নারী
তবুও এগিয়ে এল রমণী সদয়।


মিটেছে আমার তৃষা এবার বিদায়
এখনো অগাধ পথ বেলা বয়ে যায়।
বাঁচালে আমার প্রাণ
রয়ে গেল পিছুটান
আমার পথের পানে কেবল তাকায়।


#অজিত কুমার কর