*
                   তুই এলে কতনা সুখ
                    অজিত কুমার কর


   ডাকলেও তোর পাইনে সাড়া কেমনতরো তুই
আকাশ পানে চেয়ে থাকি আসবি কখন জানি তা কি
               হয়তো এলি ঠিক দুপুরে
               এদিক-ওদিক ঘুরে ঘুরে
তাইতো আমি যাই না কোথাও বারান্দাতে শুই
    ওইখানেতে গন্ধ ছড়ায় মাধবী আর জুঁই।


      ঘুমোই নাকি জিরাই শুধু লক্ষ্য রাখি ঠিক
কান দুটোকে রাখি খাড়া ভাল্লাগে না তোকে ছাড়া
                শিস দিবি তুই এলে জানি
                  নাচাবি তোর পুচ্ছখানি
    দেখে শুনে হৃদয় জুড়ায় তৃপ্তি ততোধিক
হয়তো ভাবিস মনগড়া সব, অলীক কাল্পনিক।


       এসব আমার মনের কথা মিষ্টি অনুভব
যা খুঁজি তা এখানে পাই সারা দিনের রসদ কুড়াই
             বউ-কথা-কও সেদিন এলো
            দোল খেয়ে সে আরাম পেলো
     ছানা নিয়ে নেউল আসে খাবার খুঁজে খায়
   ঘাড় উঁচিয়ে মাঝে মাঝে এদিক-ওদিক চায়।


সবেদা-আম জাম-পেয়ারা আর আছে জামরুল
আরো অনেক লাগিয়েছি যেখান থেকে যা পেয়েছি
              সকলে পায় খাই না একা
              কত পাখির পাই যে দেখা
     জীবন চলে নদীর মতো সাথি দুখ ও সুখ  
     আগমনের প্রত্যাশাতে ভোর থেকে উন্মুখ।