আসবে বলে এলো না তো কেন এমন প্রিয়ার নীরবতা
কোনো খবর পাঠায়নি সে হঠাৎ যেন লজ্জাবতী লতা।
মাধবী জুঁই হাসনুহেনার গন্ধে বিভোর মৌমাছি মথ অলি
এমন দেরি সইবে কেন তাইতো ওরা করছে বলাবলি।


কদিন ছিল ভ্যাপসা গরম কমিয়ে দিল জলভরা মেঘ এসে
তুই যদি না আসিস তবে আমিই যাবো নীল গগনে ভেসে।
বকুল ফুলের গাঁথা মালা ভাবছে এখন উঠবে কখন গলে
মেঘবলাকার পাখনা পেয়ে উড়ছি আমি ভিড়ে ওদের দলে।


কোথায় থাকিস তা জানি না তাইতো আমার সঙ্গী প্রজাপতি
ও' তো সবার খবর রাখে দরদি ও সংবেদনশীল অতি।
ওর পিছনে উড়ছি আমি যতই বলি একটু ধীরে ওড়ো
আকাশভ্রমণ এটাই প্রথম দেখছো নাকি বইছে বাতাস ঝোড়ো।


ডানা যদি খসে পড়ে তাহলে তো পড়েই যাবো নীচে
সড়গড় হইনি আমি বলছি না গো তোমায় আমি মিছে।
পিছন ফিরে বলল আমায় এসে গেছি সেই কাননের কাছে
যেখানটিতে দিঘির ধারে পারিজাতে পুষ্প ফুটে আছে।