*      তুই তো আমার রাইকিশোরী
              অজিত কুমার কর


   জুঁইয়ের কথা হয়নি বলা বাড়ছে ধীরে ধীরে
   মনের কথা জানিয়ে দিল পাশের মাধবীরে।
             'তোমায় নিয়ে লিখল কবি
              পাঠিয়ে দিল দারুণ ছবি
জানিয়ে দিয়ো দম্পতিকে আসবে যখন ফিরে'।
            শিউলি সাদা আমিও সাদা
            তোমার না-হয় রং আলাদা
আমার মধুর সুবাস দিয়ে রাখি ওদের ঘিরে।
ক'দিন ওদের পাইনি দেখা প্রতীক্ষাতে থাকি
মনোব্যথা জানিয়ে দিলাম কেমনে চেপে রাখি।


একটা কথা শোন তবে জুঁই বলছি কানে কানে
তুই যে আমার রাইকিশোরী তা কি ওরা জানে?
           তোকে নিয়ে যেসব লিখি
           শুনবি নাকি সেসব কী কী
ও'সব লেখা লুকিয়ে রাখি হৃদয়ের মাঝখানে।
             সঙ্গটুকু পাবার আশায়
          কাজের মাঝে মন ছুটে যায়
তখন ভীষণ ব্যাকুলতা প্রিয়তি তোর টানে।
তুই না হলে দিন চলে না ও'মুখ চোখে ভাসে
বিহুর বাঁশি আসছে কানে কখন পাবো পাশে।