।।তুলো না ফুল।।


প্রেম-পুকুরে জল থাকে না এমনি ফোটে ফুল
তোলার চেষ্টা করতে গেলেই হবে বিরাট ভুল।
দেখ শুধু নয়ন ভরে
হৃদয় বুঝে আপন করে
তাড়াহুড়ো করতে গেলে ফুটবে হাতে হুল।
বুঝবে কেমন বিষের জ্বালা
কোথায় তখন কিরণমালা
যন্ত্রণাতে ছটফটাবে বাড়বে বক্ষ শূল।
দিবসেও দেখবে তখন শুধুই অন্ধকার
বিপর্যয়ে দিশাহারা স্তব্ধ মন-সেতার।


প্রজাপতি ভ্রমরাও আগে শোনায় গান
উড়ে বেড়ায় ফুলের ওপর তাতেই ভরে প্রাণ।
ইশারাতে যখন ডাকে
তখন কি আর দূরে থাকে
মধু পিয়ে পরাগ মাখে মধুর প্রতিদান।
ওদের থেকে শিক্ষা নিলে
কাঙ্ক্ষিত ধন যাবে মিলে
স্বর্গীয় এক অনুভূতি প্রেমের এমন টান।
কোকিলাও দেবে সাড়া আসবে ভেসে সুর
কদমকেশর পড়বে ঝরে মাটিতে ঝুরঝুর।


##অজিত কুমার কর
            -----------