তুমি আসবে
অজিত কুমার কর


আজকে তোমার উপস্থিতি ভীষণ প্রয়োজন
না এলে সব পণ্ড হবে আমার আয়োজন।
প্রাণ আছে তাই ভালোবাসি এইটুকু সম্বল
আনন্দ পাই গোলাপ দেখে হরিণী চঞ্চল।


মৌন থাকার অর্থ হলো আসছ সুনিশ্চয়
যতটুকু জানি তোমায়, ধারণা ভুল নয়।
ডাকছি কেন তা বলিনি, জানতে কি তা চাও
চাইলেও তা জানাবো না এটুকু মেনে নাও।


জ্বলবে না আজ ঘরের বাতি চতুর্দশীর রাত
তোমার মুখে পড়লে আলো ঠিকরাবে নির্ঘাত।
তখন তোমায় কেমন লাগে দেখতে আমি চাই
জ্যোৎস্নালোকে সবকিছুতেই নিসর্গ সুখ পাই।


অকিঞ্চনের দীন আয়োজন শুধুই পাতা ফুল
অঙ্গভূষণ বকুল যূথী কল্কে ফুলের দুল।
ঠোঁট রাঙাতে পান রেখেছি লাগবে অপরূপ
বেগমবাহার টিকলি তোমার জ্বলবে প্রিয় ধূপ।