তুমি এলে সেজে ওঠে প্রকৃতি


বসন্তিকা শাওন আসে
       কেবল তুমি এলে
খেতের বরন সবুজ তখন
       শিমুল আঁখি মেলে।
                 আমি তখন রই তাকিয়ে
                 ছাতিম-গন্ধ দেয় ভরিয়ে
                        কদম-কেয়া-জুঁই-চামেলি
                                  সুরভি দেয় ঢেলে।


বকুল-গোলাপ-হাসনুহানা
         প্রশ্ন শুনে হাসে
কে পাঠাল বললে বলে,
         সবায় ভালোবাসে।
                  সময়মতো আমরা আসি
                  ছড়াই ধরায় আলোক রাশি
                          আর কিছু তো চায় না কেহ
                                   মায়ের আঁচল পেলে।


##অজিত কুমার কর