*
তুমি এলে
     তাই ফুটেছে বেড়ার গায়ে হাসনুহেনা
        মাধবীও উল্লসিত, তোমার চেনা।
            লাল করবী দোলায় মাথা
           প্রকৃতির গা-য় নকশি কাঁথা
    ফিরে যাবে বলছিল জুঁই, আর যাবে না
    কোথাও গেলে এমনতরো সুখ পাবে না।


তুমি এলে
       আনন্দে তাই কৃষ্ণচূড়া আবির মাখে
  পাতার আড়ে ডালের 'পরে কোকিল ডাকে।
            শোভন সাজে জারুল আসে
            পলাশ শিমুল দেখেই হাসে
       কলাবতী আঁচল দিয়ে লজ্জা ঢাকে
আপন আবির ছড়ায় হাওয়ায় আপনি মাখে।


তুমি এলে
     সারাটা দিন আরামদায়ক দখিন হাওয়া
     আমার কাছে এটাই হলো পরম পাওয়া।
              উড়ে যেতে নেইকো মানা  
               পেলে প্রজাপতির ডানা
      সঙ্গসুধা ছাড়া আমার নেইকো চাওয়া
     ওগো আমার বসন্তিকার দখিন হাওয়া।


তুমি এলে
      সবুজ ঘেরা মেঠো পথে সময় কাটে
   হয়তো কখন চরণ ডোবাই নদীর ঘাটে।
             চাঁদের ছবি নদীর জলে
           সাঁতরে যেতে আমায় বলে
       এক আকাশে রবি শশী, সূর্য পাটে
     তুমি এলে সময় আমার দারুণ কাটে।