তুমি যে আমার
অজিত কুমার কর


ললাটে লেখাই ছিল, 'তুমি যে আমার'
বিধাতা পাঠিয়ে দিল হলাম তোমার।
কত কী যে ঘটে যায় হঠাৎ হঠাৎ
অলৌকিক গরিমায় শুভ দৃষ্টিপাত।
তোমাকে দেখিনি আগে সেদিন প্রথম
দিনমণি অস্তরাগে অতি মনোরম।
যদিও আপন ঘর লজ্জাবতী লতা
নতশিরে প্রশ্নোত্তর খুশির বারতা।


পূর্ণতা পেয়েছি আমি সার্থক জীবন
জোগিয়েছে অন্তর্যামী মন্ত্র সঞ্জীবন।
ধরিত্রী সয়েছে জ্বালা মহাঋণে ঋণী
এবার দেবার পালা শোনো গরবিনি।
অসীম সাহস প্রাণে ওগো মহিয়সী
সপ্তর্ষিমন্ডল জানে, জানে রবি শশী।


© অজিত কুমার কর