তুমি যেন রামী
অজিত কুমার কর


পুবে রাঙা রবি যেন আঁকা ছবি
তুমি আছ ঠিক পাশে,
ফোটে কত কলি জোটে যত অলি
মণি হাসে ঘাসে ঘাসে।


চলে গেলে তুমি খাঁ-খাঁ এই ভূমি
তাই বলি কাছে থাকো,
হাসি যাবে উবে রবি যাবে ডুবে
ওগো, চলে যেয়ো নাকো।


পাখি জুড়ে গান শুনি পেতে কান
সেই সুর গাঁথি মনে,
তোমা পাশে আমি তুমি যেন রামী
সুর ভাঁজি ক্ষণে ক্ষণে।


সীতা ছাড়া রাম রাধা বিনা শ্যাম
বাঁশি বলে কাছে আয়,
ধরো এসে হাত হাঁটি সারা রাত
তারা শশী তাই চায়।


© অজিত কুমার কর