.                তুমি কোথায়


কোথায় থাক তা জানি না তাকাই ঊর্ধ্বপানে
মনের কথা তুমিই বোঝো, অমৃতের সন্ধানে।
           তুমি সাকার না নিরাকার
         নিরসনের দায় তো তোমার
সারাজীবন চলছি ভেসে বলোনা কার টানে।


  দেখা দিতে কে দেয় বাধা তাও তো অজানা
তাঁর পরিচয় দিতেও বুঝি কেউ করেছে মানা।
            সবই যেন গোলোকধাঁধা
            অদৃশ্য এক সুতোয় বাঁধা
ভাবতে খুবই অবাক লাগে চক্ষু থেকেও কানা।


@ অজিত কুমার কর