তুমি-হারা আমি


হলে না ভ্রমণ-সাথি কত করে বললাম
কী এমন কাজ ছিল হত পৃথিবী অচল
সবার সঙ্গী আছে শুধু আমি তুমি-হারা
পাহাড় কী অপরূপ রোদ মেখে ঝলমল।

রডোডেনড্রন কত পথের দু'পাশে গাছ
হাজারো ফুলের মেলা জানি না তাদের নাম
রূপের পসরা যেন পলক না ফেলা যায়
গিরিরাজ হিমালয় এ যেন স্বর্গধাম।


একটু জিরিয়ে ফের শুরু হবে পথচলা
রীতা-লিলি-শর্মিলা দীপ-রাজু-অনিকেত
আমিই একেলা শুধু এ মন তোমারে চায়
অহনা অহনা বলি মৌন সে সংকেত।


এসেই করেছি ভুল সহজে হইনি রাজি
নাছোড়বান্দা ওরা বলে অহনাকে ডাক
কেন যে এলে না ভাবি কারণ বলনি তুমি
জেনেও কী হবে আর বলো না এখন থাক।


@অজিত কুমার কর