উদার হতেই শেখায়
অজিত কুমার কর
ধর্ম নিয়ে কেন এতটা মাতামাতি
বিভেদ বাড়ে এতে ছিন্ন টান
মানুষ তবু কেন অনড় এত বেশি
মানবিকতাহীন মনোবিতান।
বিষম পরিণতি- বৃদ্ধি বিদ্বেষ
সুযোগসন্ধানী করবে ফাঁক
অস্থিরতা বাড়ে, ক্রোধের বিষাক্ত
অনলে জ্বলে পুড়ে সমাজ খাক।
ধর্ম বলে না কি সহনশীল হতে
ধর্ম বলে না কি বিনয়ী হও?
না মেনে কেন তবে, অসংযত এত
দেখাও আচরণে, হিংস্র নও।
গোঁড়ামি নয় আর উদারচেতা হব
তাহলে মিলে যাবে পরম সুখ
প্রীতির বন্ধনে পড়বে বাঁধা সব
যেন না করি আর ও' ভুলচুক।
© অজিত কুমার কর