দেদীপ্যমান আলোকশিখার স্বর্গে অবস্থান
কুসুমকোমল অন্তঃকরণ ব্যক্তি সুমহান।
বীজের ভিতর লুক্কায়িত সুনির্দিষ্ট গুণ
ফুল ও ফলের সুগন্ধিতে প্রকাশ সুনিপুণ।


রজকিনি-চন্দ্রকুমার জননী-জনক
দ্বিতীয়পুত মেধাবী খুব স্ফুলিঙ্গ ঝকমক।
পিতৃআজ্ঞা শিরোধার্য স্তব্ধ স্কুলের পাঠ
দৃষ্টিপথে গাছগাছালি শস্যভরা মাঠ।


ভাবনাকুসুম নির্বাসিত কৃষিকার্যে মন
উত্তরসূরির মধ্যে দেখি তারই বিচ্ছুরণ।
স্বর্ণলতা ভাগ্যবতী রুহিদাস তার বর
গুণান্বিত পুত্র কন্যায় রঞ্জিত অন্তর।


স্বর্ণলতার পিতা ছিলেন বৈদ্য সর্বেশ্বর
ভ্রাতা ললিত স্বামীর সখা ভিন্ন গাঁয়ে ঘর।
বিধির বিধান খণ্ডাবে কে মানুষ নিরুপায়
যেটুকু পায় তাতেই তুষ্টি বিলীন নীলিমায়।


দুখির দুখে কাতর সদা অগ্রাহ্য জাতপাত
নিরন্ন সব গ্রামবাসীদের জোটে পেটের ভাত।
এমন মানুষ খুবই বিরল কথায় পাব আর
সুদূর হ’তে কর্ণে আসে বল্লকী-ঝংকার।


(রুহিদাস সরকার বিশিষ্ট কবি চিত্তরঞ্জন সরকার- এর পিতৃদেব)