কোথাও কি আর আছে
দূরে কিংবা কাছে
খেলার মাঠ হারিয়ে গেছে
খেলবে কোথায়, গাছে?


বেজায় পড়ার চাপ
ফেলতে হবে ছাপ
ইঁদুর দৌড়ে হাঁপায় শিশু
ওরে বাপরে বাপ!


ব্যাটটা নিয়ে হাতে
পাড়ার ছেলে মাতে
ক্রিকেট খেলা পথেই চলে
কিংবা বাড়ির ছাতে


শরীরচর্চা নাই
প্রথম হওয়া চাই
পিঠের 'পরে বইয়ের বোঝা
চলছে এমনটাই।


নাই যে পরিত্রাণ
দেয় না তো কেউ কান
সোনালি দিন হারিয়ে যায়
শিশুর মুখটি ম্লান।


দেখতে হলে হাসি
এসো-না ভালোবাসি
মুক্ত হাওয়ায় বাড়ুক ওরা
ফুটুক পুষ্পরাশি।