উদ্ভিন্নযৌবনা


বাস্তবের নারী কি না অজানা উত্তর
নাকি কল্পনায় আঁকা এ কোন পল্লবী
শিল্পীর তুলির টানে পরিস্ফুট ছবি
ধরিত্রীর শ্রেষ্ঠ সৃষ্টি বিমুগ্ধ অন্তর।
মণীন্দ্র ভূষণ গুপ্ত এক রত্নাকর
সাধনায় সিদ্ধিলাভ সমুজ্জ্বল রবি
কীভাবে বর্ণনা দেবে অখ্যাত এ কবি
প্রস্ফুটিত কোকনদ আকৃষ্ট ভ্রমর।


অনাবৃত বক্ষদেশ গলে রত্নহার
ক্ষীণ কটি, বক্র গ্রীবা, আনত নয়ন
শিঞ্জিনী ও' রাঙা পা'য়ে হস্তে অলংকার
যমুনা নদীর তীরে দেবকী-নন্দন।
চলেছ কি অভিসারে উদ্ভিন্নযৌবনা
বাঁশরি কখন বাজে তাই কি উন্মনা?


#অজিত কুমার কর