উলটো-পালটা
অজিত কুমার কর


আর যাব না কক্ষনো ভাই একা একা সাগর পার
কাতুকুতু বুড়োর থেকে রেহাই মেলা বিষম ভার।
পালক দিয়ে সুড়সুড়ি দেয় হাসির চোটে ধরবে খিল
কত বুড়ো পড়ল চোখে কারো সাথে পাইনি মিল।


খুড়োর কলের কেরামতি বোঝা মোটেও শক্ত নয়
পরলে ওটা বাড়বে গতি সহজ তখন বিশ্বজয়।
এসব নাকি আবোল-তাবোল চিত্তে শুধু লাগায় দোল
পড়ার পরে পাইনি খুঁজে  কোথাও কোনো গন্ডগোল।


কী ভয়ঙ্কর কুমড়োপটাশ অদ্ভুতুড়ে বিশ্রী নাচ
যা ইচ্ছে তা করতে পারে কেউ ঘেঁসো না তখন কাছ।
ভীষ্মলোচন গান যদি গায় আকুপাকু করবে প্রাণ
কানের পর্দা যাবে ফেটে গানের প্রতি ভীষণ টান।


বোম্বাগড়ের রাজার দেশে যেদিন হতো জ্যোৎস্নারাত
চোখে সবাই আলতা মেখে নেচে-গেয়ে ক'রত মাত।
রাজার পিসি ক্রিকেট খেলে কুমড়োটাকে বানায় বল
মন্ত্রিমশায় কলশি বাজায় শুনতে নামে প্রজার ঢল।


এত খবর দিলাম আমি বলো তো এই সৃষ্টি কার?
সবার প্রিয় হাস্যরসিক বঙ্গদেশের সুকুমার।