উন্নত শির
অজিত কুমার কর


তোর মতো কার শির উঁচু রে
মেদিনীপুরের এক সাগরের
জল তাতে নেই জ্ঞানে ভরা
দেখবি যদি আয় রে ত্বরা।
বিদ্যাসাগর বিদ্যাসাগর
বিশ্ববাসীর পায় সমাদর।


তোর মতো কার শির উঁচু রে
ক্ষুদিরামের ক্ষুদিরামের।
মৃত্যু কে সে থোড়াই ডরে
ফাঁসির দড়ি নিজেই পরে
অগ্নিযুগের অগ্নিশিখা
হৃদয়জুড়ে আছে লিখা।


তোর মতো কার শির উঁচু রে
স্বাধীনচেতা সুভাষ বোসের।
ভূমণ্ডলে অমর তিনি
নেতাজিকে সবাই চিনি
ভারতমাতার দুঃখমোচন
অন্তরে তাঁর এই ছিল পণ।


তোর মতো কার শির উঁচু রে
গান্ধীবুড়ি মাতঙ্গিনীর।
জীবন দিয়ে রক্ষিত মান
সব প্রতিরোধ হলো খানখান।
মেদিনীপুরেই ছিল তাঁর ধাম
সেলাম সেলাম লাখো সেলাম।


তোর মতো কার শির উঁচু রে
অগ্নিকন্যা প্রীতিলতার।
ভাঙল দুয়ার অস্ত্রাগারের
ঘুণাক্ষরেও পেল না টের
অস্ত্র বিনা হয় না লড়াই
সমরাস্ত্র সকলের চাই।


© অজিত কুমার কর