উঠল হেসে অভিমানী
অজিত কুমার কর


একসাথে পথ চলব বলে
দ্বৈতকণ্ঠে অঙ্গীকার
ভুলে গেলে আজ সে'কথা
শুনেছে সব গুল্ম লতা
নিজেরে আজ প্রশ্ন করি
দোষ ওর, না  আমার?


ওর তো কোনো দেখছি না দোষ
কথার খেলাপ আমারই
কাজের চাপে বাধ্য হয়ে
আকাশ দেখি সবিস্ময়ে
ব্ল্যাকহোলের রহস্যভেদে
ছায়াপথেই সঞ্চারি।


অকপটেই স্বীকার করি
তবুও মেঘের ভ্রুকুটি
আমার দৃষ্টি ওর দু'চোখে
ভেসে বেড়াই কল্পলোকে
প্রায়ই এমন ভুলত্রুটি।


মানিয়ে নেবার জন্য বলি
জান অনুসন্ধানী
মহাকাশে হয়ত ছ'মাস
বসে থাকার নেই অবকাশ
চোখের কোণে খুশির ফুলকি
বাড়িয়ে দিল বাম-পাণি।


© অজিত কুমার কর