উঠোন-পুকুর
অজিত কুমার কর


উঠোন যেন আস্ত পুকুর
ঘোলা জলে মাছের খেলা
দাওয়ায় বসে দেখি ওসব
এমনি করে গড়ায় বেলা।


রাস্তাগুলো জলের তলায়
স্কুলেও এখন ক'দিন ছুটি
পড়াতেও মন বসে না
ঝাঁকে ঝাঁকে ছুটছে পুঁটি।


ইচ্ছে করে জালটা নিয়ে
নেমে পড়ি উঠোন-জলে
'নোংরা জলে পা দেবে না'
বাবা ও মা বলেই চলে।


বিড়ালছানা এখন একা
ওর মা বানে গেছে ভেসে
সর্বদা রয় আমার কাছে
মিউ মিউ ডাকছে এসে।