উত্তাপে হোক দাহ
অজিত কুমার কর


সূর্য অস্ত যায়, রাত হয়
আর্তনাদ ভেসে আসে প্রচন্ড আওয়াজ
আগুনের লেলিহান শিখা গ্রাস করে ঘরবাড়ি
সাঙ্গ হল চিরতরে জীবনের কাজ
ভাবেনি এমন হবে একেবারে সমূলে বিনাশ।


যদি চলে যেতে দূরে, তবে
হারিয়ে যেত না ওরা চিরতরে এ পৃথিবী হতে
বিষম ক্রোধের বহ্নুৎসবে
কুয়াশার ধুম্রজালে আচ্ছাদিত ঘটনাপ্রবাহ
সূর্যের প্রখর তাপ পাপীদের করে দিক দাহ।


© অজিত কুমার কর