*               উত্তর অজানা
              অজিত কুমার কর


কোনটা আগে মেঘ না জল জানি না উত্তর
    সূর্য থেকে ধরার সৃষ্টি, সমুদ্র প্রান্তর।
             মনে কত প্রশ্ন জাগে
         কোনটা পরে কোনটা আগে
ডিম আগে না মুরগি আগে, প্রশ্ন অবান্তর ?
    প্রশ্ন শুনে সরবে দূরে, অতীব সত্বর।


উল্টোপাল্টা বলবে তাঁরা, যাদের জানা নেই
আপন মনে ভাবতে বসি পাই না খুঁজে খেই।
            কোথা হতে জলের সৃষ্টি
           মেঘ থেকে তো ঝরে বৃষ্টি
সূর্য তো এক অগ্নিগোলক, জল নেই আদপেই
ভাবনা আমার হারায় দিশা, পিছিয়ে রই সেই।


হাইড্রোজেন আর অক্সিজেনই জলের উপাদান
ওখান থেকেই বাষ্প সৃষ্টি, এই প্রকৃতির দান।
               এ উত্তর কি যথাযথ?
               ভাবতে থাকি অবিরত
     এই রহস্য উন্মোচনে জানাচ্ছি আহ্বান
ধরার বুকে আমার কথায় কেউ কি দেবে কান।