ভোটের দামামা


ভোটের দামামা বাজবে এবার দেশে
ঘরপোড়া-গরু রাঙা মেঘে পায় ভয়
কখন কী ঘটে হবে না রক্তক্ষয়
এই আশ্বাস জোগাবে কে ভালোবেসে।


এ যেন যুদ্ধ যুযুধান কত দল
মসনদ চাই যেনতেন প্রকারেন
দেশ উদ্ধার ক'রবে ওরাই যেন
দেখাতে ব্যস্ত কার কত বাহুবল।


কত উপহার কড়ি দিয়ে ভোট কেনা
খানাপিনা চলে ভোটের কদিন আগে
একটা চিন্তা কীভাবে আনবে বাগে
কোনদিকে ঢলে সহজে যায় না চেনা।


গোপন আঁতাত ভিতরে ভিতরে চলে
ক্ষমতার লোভে সততা বিসর্জন
বোঝা দুষ্কর মানবজাতির মন
জয়ের চেষ্টা ছলে-বলে-কৌশলে।


দলটাই বড় ডুবে যায় যাক দেশ
মুখে নীতিকথা কর্মে প্রকাশ নেই
এগোবে কী করে দেশ সেই তিমিরেই
দিনে দিনে বাড়ে মানুষের যত ক্লেশ।


*অজিত কুমার কর