*             উইপোকা
          অজিত কুমার কর


  ফুরফুর ফুরফুর ওড়ে উইপোকা
কে দিল ওদের আজ দরজায় টোকা।
          প্রকৃতির হাতছানি
        করে ওরা কানাকানি
  বেরনো সহজ খুব, সুকঠিন ঢোকা
   ফুরফুর ফুরফুর ওড়ে উইপোকা।


ঢিবির ভিতরে কবে গজিয়েছে ডানা
ওড়ার হবেই সাধ সকলের জানা।
        এতদিন ছিল ঘরে
        ক্ষণপরে যাবে মরে
কারুরই ক্ষমতা নেই করে আজ মানা
ঢিবির ভিতরে কবে গজিয়েছে ডানা।


একথা কি জানা ছিল বেরোবার আগে
  ঢিবি থেকে বেরিয়েছে কার অনুরাগে।
            উড়ল পাখির মতো
          মনে ছিল আশা কতো
   কেন যে এমন হয়, বড় ব্যথা লাগে
  একথা কি জানা ছিল বেরোবার আগে।


ওড়ার ক্ষণেক পরে ডানা খসে পড়ে
    পুনরায় ভূমিতলে, তবু নড়েচড়ে।
           এভাবে বিনাশ প্রাণ
           বেরোবার কেন টান
  ধুলোতেই মিশে গেল পরিণত জড়ে
ওড়ার ক্ষণেক পরে ডানা খসে পড়ে।