আমি এক অব্যবহৃত বই
যেমনে ছিলাম আজও তেমনই রই
ধুলোমাখা রঙচঙে বিজ্ঞাপনচিত্র
প্রচুর আছে সঙ্গী; শুধু নাই প্রকৃত কিছু মিত্র
নাম লেখা আছে তবু
লেখকের দেখা নাই পেয়েছি কভু
অন্তত উপসংহারে
জড়তার বরে।
শেষ থেকে শুরু করেছে পড়তে কোনও একজনে
অর্থ হবে শুন্য ; বিপরীতে থাকে না কোনও মানে!