ওই তীরেটে শিলার মতো
         তীক্ষ্ণ করে দৃষ্টি মেলে
দেখছি আমি কি ?
       ভাবনা যেন স্থগিত মনে ।

নদীও যেন শুকাইয়া গেছে
    রুগ্ন হওয়া আমার মতো
মিলাইয়া দিছে দুইজনরে
   সোজা সাপটা মুখের ভানে ।


নৌকা যেন থমকে রবে
  বাও করিতে অপারগ মাঝি
কেমনে আমি মিলব তোরে
প্রেমময় তোর মনের সনে?