যত্ন তো সেইদিন পেয়েছি,
যেইদিন বুবাইয়ের কাছে ছিলাম প্রথম ।
আনন্দে আত্মহারা ছেলেটি ,
কতই না প্রেম  নিবেদন করেছিল মোর।
নতুন ভাবে পেয়ে বাগরুদ্ধ,
কহিল ,'কার আসে এমনই সুন্দর ব্যাগ!'
মনের মাঝে পুলক লাগিল,
শরীরে শিহরিত করিল খুশির আমেজ।
সারাদিন পাশে থাকিলাম,
ধুলো যাতে না স্পর্শ করে সারা দেহটা।
বইয়ের ভার কমাইয়া দিলো,
পাছে ভাবি আমি , কষ্ট লাগে হয়তো !
চারিদিকে শুধু খেতাবধারী,
সুন্দর নয় ,আমি তো শ্রেষ্ঠ সুন্দরতর।
বুবাইয়ের স্নেহ ভরা মমতা,
স্পর্শিত করিল বুকের অন্তর কোষ্ঠে!


সময় বহিয়া চলিল এমনই,
দয়া দাক্ষিণ্যও জোটে না আর তেমন।
ধুলো স্পর্শ কি শুধু করিল,
পাঁকের মত কালো ময়লা দেহে আজ।
হৃদয়ে আজ ব্যাথা নাই তো,
ভাঙ্গা টুকরো কলুষিত আজ হয়েছে
মুমূর্তে দেহখানা শুকনো
স্মৃতির পাতায় লেখা ' প্রেম ক্ষণিকের '
ওরে বুবাই ! কই তোর
সেই সীমানাহীন ভালোবাসার তরী!
আজ আমি অসহায় নই
অভাগা অপরাধী হয়েছি আজকাল।
লঙ্গরখানার খাবারেরও
চাহিদা থাকে ,দাম থাকে ওদেরও ।
ওই বুবাই ,বুঝিনি এমনে
উপহার দিবি চিরঘুমের নীরবতা!!


তারিখ : ০৯/১১/২০২১
সময় : বিকাল ০৪:৪৯