স্বপ্নকে ছুঁতে বড্ড ইচ্ছে করে ,
ভাবনার আগুন লেগে পুড়ছে এ মন ।
একরাশ মাটির গন্ধে সাজানো জীবন ,
দেখতে পাবে কি তুমি এমন ক্ষণ ?


তুমি শুধু হাতটা ধরো শক্ত করে ,
নদীর প্রবাহমান স্রোতে ভাসমান আমি ।
হঠাৎ করে বদলে যাবে জীবনধারা
তবুও তুমি রইবে হয়ে দামী ।


জন্ম নেবে স্বপ্নকবি ,
গন্ধ দেবে ছড়িয়ে যখন তুমি চাঁদ !
আকাশ ঘিরে মেঘ থাকলেও
জীবনযুদ্ধে আসবে আবার দিনের শেষে রাত।


হাসবি নাকি তুই? ছাড়বো নাকো তোরে,
স্বপ্নগুলো জোড়াই ধরে মেলবো রাতের অন্ধকারে।
থাকবে তুমি যেমন ছিলে হেথা,
স্বপ্নস্পর্শে ছাড়বো কেমনে তখন তারে ??