ধূসর ইতিহাস
              
                  
নেশাষিক্ত কামনেশায় মাতাল সমগ্র পৃথিবী
তটস্থের রাত নামে ঝোপেঝাড়ে,
ফাঁকা ময়দানে অথবা অন্ধকার গলির কোণায়।
চোখে ঠুলি পড়ে
হৃদয়কে জীবাশ্মের  রূপ দিয়ে
পলেস্তারাবিহীন দেয়ালে নিয়মিত আঁকছি
নিষিদ্ধ যৌনতার অমানবিক চিৎকার।
আর সেই চিৎকারে ফেঁটে পড়ছে
ট্রপোস্ফিয়ারে,স্ট‍্যাটোস্ফিয়ারে,সমগ্র নীল মরুভূমি।


আশা নেই
শুভ্র বক ডানা মেলে উড়বে না আকাশে,
আর বালিঘড়িতে আটকে থাকা বিভাগ
সভ্যতাকে নিয়ে গেছে জরায়ুর গভীর অন্ধকারে,
মুছে গেছে মানবিকতার পদচিহ্ন,
যোনিতে ধ্বংসের বীজ পুঁতে
সভ্যতাকে দাঁড় করিয়েছে নিষিদ্ধপল্লীর দোরগোড়ায়।
সমস্ত সুন্দর, মুগ্ধতা এখন কামবাসনার কছে
ধূসর ইতিহাস।


          ©পাপাই সেন