মাথার উপর কাঠফাটা রুটিন
মাফিক রোদের আকাশ,
পিছিয়ে নিকষ কালো অন্ধকারে…
দেহে শান্তির শ্বাস।
বিবস ক্লান্ত,ঘর্মাক্ত দেহ,
হাতের তেলোয় যে কড়া।
এই হাতে রোজ নির্মিত হচ্ছে
সৃষ্টির বসুন্ধরা…
পেশীবহুল দেহ বহন করছে
রোজ--সভ্যতার ইট
ধুলো গাছে ফুল ফুটিয়ে হলাম যে,
আমরা নরকের কীট…
মৃতের স্তূপে আঁকা আধুনিক
সভ্যতার নিদর্শন।
এই হাতে কোপায় মাটি নিয়মিত
জমিতে করি কর্ষণ,
হাতুড়ির আঘাতে ভাঙছি যে পাথর
আমরা ওয়ার্কার।
সাধারণ বলে সইব নাকি?
তোমাদের অত্যাচার…
কি বলেছিলো কার্ল মার্কস তার
শ্রেণী সংগ্রাম তত্ত্বে,
শ্রমিক পিছিয়ে থাকবে, ধনী হবে
দাসত্ব স্বীকার শর্তে।
এই যদি হয় সভ্যতার নিয়ম
আমাদের কথা আজই,
হাতুড়ি কাস্তেতে এগোবে সভ্যতা…
রাখব মরনের বাজী।


            ©পাপাই সেন