তোমার দূয়ারে দাঁড়াই যখন..
পান্না সবুজ জলতরঙ্গ,
আমার মনে সুর তুলে যায়।
তুমি দৌড়ে এসে আমায় ছুঁয়ে যাও।
পাগল আদরে আমাকে ভেজাও।
আবেশে মগ্ন হই আমি।
মনে হয় মিশে যাই, তোমার
প্রাণবন্ত প্রেমে।


তখনই,
তোমার দিগন্তভেদী গর্জন শুনি।
সে কি তোমার আস্ফালন?
তোমার উদ্ধত ঢেউয়ের ফণার
ছোবলে ছিন্নভিন্ন হয়
আমার হৃদয়...
আমি হৃদ্ যন্ত্রণায় ভুগি।
আমি আছড়ে পড়ি তোমার সৈকতে।
তুমি অবহেলে গুটিয়ে নিজেকে,
ফিরে যাও যেন...
তোমাকে বড় অসহায় লাগে তখন।
মনে হয় তুমি বড় একা!


ও কি তোমার শুধুই গর্জন!
না কি দিগন্তভেদী ক্রন্দন রোল!
কেন কাঁদ সমুদ্র?
আমি যে শুনতে পাই, তোমার
একাকীত্বের হাহাকার।


আমি কি তোমাকে ভালোবাসি?
কে জানে!!