শরৎ এলো জানলা গলে...
রাত তখন বেশ গভীর।
বিছানায় লুটিয়ে আছে
ভরা চাঁদ....


মধু পূর্ণিমার  আলো
ছড়িয়ে গেল
এক গম্ভীর নিস্তব্ধতায়!
আমি অন্ধ হলাম!


ছুঁয়ে দেখতে ভয় পাই!
এ সুর তো সবার নয়! তবু _
ঘুন ধরা মৌচাকে মধু ঝরে!
কোটরে মোম সুখ..


এমন মধু রাতে
জোর গলায় বলতে পারি,
আমার মতো সুখী
ত্রিভূবনে আর কেউ নেই!!!