আলতো পায়ে আলপথে
হেঁটে যায় আমার মধুর ভাষা,
গায়ে সবুজ মেখে।
শিমুল শাখে কোকিল-কুহর তানে
লজ্জারাঙা আমার ভাষা
বসন্ত উৎসবে।


বাউল হাতের একতারাটির সুরে
বাংলা ভাষা উদাস মেঠো পথে।
সে ভাষার স্রোতে নদীর বুকে
আজও ভাসে ভাটিয়ালির টানে।


অনেক ভাষার ভীড়ে
আমার ভাষা এগিয়ে যাবে
জয়ের ধ্বজা তুলে, দীপ্ত কলরবে।


আমার ভাষা জেগে থাকবে
হেমন্তের শিশির মেখে
পাকা ধানের শীষে;
থাকবে নবান্নের আলপনায় ।


বাংলা ভাষা আমার গর্ব,
শহীদ রক্ত মেখে!
বাংলা ভাষা আজ উজ্জ্বল
তোমার আমার বুকে।
সে ভাষা থাকবে বেঁচে কাব্য-গল্প-গানে,
চিরন্তনী টানে...