নক্ষত্রপুঞ্জে শ্বাসরোধ করা গুমোট!
প্রলয় সমাগত...
সুদর্শন চক্রের মতো ঘুরে চলেছে নীহারিকা।
সংঘর্ষের অপেক্ষায়...
বদ্ধ বাতাসে হৃৎপিণ্ডের ওঠানামা!
ঘোর কালো ঘন ভেদ করে বিজুরির প্রকাশ।
উগ্র উষ্ণতায় থরথর বনানী;মুক্তিকামী!
দৃপ্ত বজ্রালোকে দৃশ্যমান চরাচর!


তোলপাড় সংযম!
কি ভীষণ চাপ সঞ্চিত রস ভাণ্ডারে;
বর্ষিত হতে চায়! পৃথ্বীও উন্মুখ...
মৃত্তিকা সংস্পর্শে ধারাপাত ;
আবেগের উষ্ণতা ছড়ায়...
পুলকিত তৃণদলে জাগে হিল্লোল!


ক্লান্তি শেষে শান্ত শীতল ছায়াপথ।
রসসিক্ত ধরা আহ্লাদিত
আসন্ন সবুজের নব উন্মেষে!
প্রলয় বন্ধনে আবদ্ধ হয় ধরা!


প্রস্ফুটিত সরসিজ লাজে অধোবদন ।
চোখে নামে ঘুম...