মানুষটা কখনো
পরিপূর্ণ হয় না নিজের কাছে।
সৃষ্টির হাতুড়ির শব্দ
নিস্তব্ধতা খান খান করে...
বুকে দগদগে ক্ষত নিয়ে,
সময় থাকেনা পুতুল গড়ার।


নরম মাটির তাল, এ হাত ও হাত...
আড়াল অট্টহাস্য দেখনদারি
কেড়ে নিতে পারে না কেউ।
কাগজে কলমে আছড়ে পড়ে
কিছু যন্ত্রণা!
মানুষটা তবুও পরিপূর্ণ হয় না।
শুধু হাসতে জানে,
নির্মল হাসি!