একটা সুন্দর বাগানে
হঠাৎ দাবানল জ্বলে উঠেছে।
আমি ছুটছি, এধার থেকে ওধার।
দিশেহারা আমি।
আগুন আমার নাগালের বাইরে।
জানি ছোঁবে না কোনোদিন।
তবু স্থির থাকতে পারছি না কেন?
অসহ্য যন্ত্রণা আমাকে কুড়ছে,
কেবলই কুড়ছে।
নিশ্চিত হতে পারছি না কেন?
বিশ্বাস কি আমার সত্যিই ভেঙেছে?
না কিছুতেই না।
আমি মানতে রাজি নই।
আমি হারতে রাজি নই,
বিবেকের কাছে।
আমি বাঁচতে চাই।
আগুন তো জ্বলবেই,
আগুনের ধর্ম যে।
তবে আমি জ্বলব কেন? অকারণে!