আজ সারাদিন শুধু মেঘলা আকাশ;
ছন্দ না থাকা এক গদ্য কবিতা...
কখনো ঝরঝর, কখন রিমঝিম,
আনমনা বারিধারা...অবিরল ..


ভিজে গায়ে লজ্জায় লাল, গাছের দল
উষ্ণতা খোঁজে দিননাথের কাছে!
সদ্য ডিম ফুটে বাচ্চা কাকের হাঁ
এখনো পায়নি খাবার।
মা-কাক ডানা দিয়ে আগলায়
ওই খেয়ালী বৃষ্টির ঝাপটা...


আজ সারাদিন কেবলই মেঘলা আকাশ!
উপোসী পরে থাকা কবিতার খাতা,
আজ মেঘলায় উদাস...