সেদিন ছিল ভরা শ্রাবণ।
তুমি ভিজতে চেয়েছিলে...
আমার বন্ধ ঘর,
একান্ত আমার!
আমার ঘরে সেদিন বসন্ত...
তোমাকে শ্রাবণ দিতে পারিনি!


আজ দরজা খোলা...
আমার আকাশে অনেক মেঘ!
আজ ভেজাতে পারি
তোমার শুকনো বাগান...
আমার ভিজে চোখের পাতায়
লিখতে পারো কবিতা।


আজ শ্রাবণে,
তুমি আমি অচেনা...
ভিজছি যে যার মতো....