চৈতি হাওয়ায় উদাস করে,
শেষ পলাশটি পড়ল ঝরে ।
আমের শাখার দোদুল দোলায়
মউল গন্ধে মাতলো বাতাস,
গ্রীষ্মের আহ্বানে।
ঠিক তখনই শিবের গাজন
গাইলো ফকির,
তোমার দ্বারে এসে।


সেই সে শুভক্ষণে
বাজলো শঙ্খ,তোমার গৃহাঙ্গনে।
ধরার বুকে কাঁদলে প্রথম তুমি।
আনন্দে মন মাতলো সবার
তোমার শুভ আগমনে।


সেই তো শুরু তোমার চলার।


আজ, তোমার জন্মদিনে
এক অঞ্জলি শুভেচ্ছা দিলাম,
রেখো দু'হাত ভরে।