আজ বিশ্ব নারী দিবস...
কোনো দরকার আছে কি
নিজেকে আলাদা করে
চিহ্নিত করার!!!
শুধুই নারী নও, তুমিও মানুষ।
প্রতিটি দিনই তো তোমার।


আদি যুগ থেকে তুমি যতই
তেজস্বিনী, ততই কোমল।
তুমি অবহেলিতা সীতা,
তুমি লাঞ্ছিতা দ্রৌপদী,
তুমি বাধ্য হয়ে অন্ধত্ব মেনে নেওয়া
গান্ধারী।
সব সহ্য করেছো নীরবে।
এখনও কি নীরব থাকবে??
শুধু মোমবাতি মিছিলে নয়,
জ্বলে ওঠো মননে।


বিদূষী গার্গী, মৈত্রেয়ীরাও
সেদিন পায়নি পূর্ণ মর্যাদা।
পারেনি বাধা রুখতে!
পরিপূর্ণ নারী হয়ে ওঠেনি একজনও।
আজও...


দ্বিপদী শ্বাপদের বিষোদ্গারে
সিক্ত আজ পবিত্র মাতৃত্ত্ব।
ভুলো না সৃষ্টির বীজ, তোমার মধ্যেই নিহিত।
তুমিই ধারক, তুমিই বাহক।


জানি তুমি ধৈর্য্যশীলা, ক্ষমাদায়িনী।
তবুও সময় হয়েছে আজ
জাগরণের।
নিজেকে বসাও সম্মানাসনে।


তোমার  তেজ স্পর্শে, তোমার
ভালবাসায় বিনাশ হোক,
সেই সব পঙ্কিল মনের,
যারা কলুষিত করেছে তোমায়।
একদিন ভুল ভেঙে,
তারাই দেবে তোমার মর্যাদা...


অপেক্ষা শুধু সেই দিনের...


***কবিবর লক্ষণ ভান্ডারী মহাশয়ের উৎসাহে আজকের দিনে এই লেখা। কবিতাটি তাঁকেই নিবেদন করলাম।