কবিতা যেমন তেমন__
কবিতা যখন খুশি __
চাই না খাতা, চাই না কলম,
স্মার্ট ফোনে তার চলন।


কবিতা আমার শীতের চাদর,
গ্রীষ্মের তপ্ত দুপুর!
কবিতা আমার ব্যস্ত শহর,
কবিতা চাষের মাঠ।


কবিতা নদীর জোয়ার ভাটা,
কখনো এগোয়,
কখনো পেছোয়।
তবুও সেতো আমারই থাকে।


চোখের সামনে যা দেখি,
সবেতেই তো কবিতা থাকে।
ওরাই মনের কথা __
কবিতা জীবন গাঁথা।


কবিতা উদাসী হাওয়া!
কবিতা পাগল পারা,
কবিতা আমার যত ব্যথা __
কবিতা ভালবাসা।