যদি আমি স্তব্ধ হয়ে যাই...
তুমি কী জাগাবে আমায়!
যদি আমার জগতে
আঁধার নেমে আসে...
তুমি কি দাঁড়াবে আলোর
প্রদীপ হাতে নিয়ে?


আমার আকাশ আজ ভারী
অবিশ্বাসের বাতাসে।
তুমি কি আসবে না,
মলয়ানিল হয়ে,
বসন্ত দূতের ডানায় ভেসে ভেসে ?


আমি নীরব হয়ে গেলে,
তুমি ঝঙ্কৃত হয়ে উঠো
একবার, আনন্দধারায়...
আমার কম্পমান ওষ্ঠ
স্পর্শ করবে সেই সুর!
তুমি কলম হয়ে সিক্ত কোরো
আমার রুক্ষ সাদা পাতা।
হয়ে উঠো একটি
জীবন্ত কবিতা!


আমি যদি স্তব্ধ হই, নীরব হই,
হই নির্বিকার....
তুমি হারিয়ে যেওনা যেন।
তুমি ফুটে থেকো
শতশত 'আমি' র মাঝে।
তোমার ওষ্ঠে থাকুক বেঁচে
আমার নারীসত্ত্বা!
তুমি যে আমার কবিতা।


আমি ঘুমোতে চাই না আর।
আমায় জাগিয়ে রেখো,
কবিতা!!!