কেন চলে গেলে দূরে?
আমাকে একলা ফেলে।
একরাশ হতাশার অন্ধকার!
কেন এতো অভিমান?
বোঝো না কি আমার
আকূল ভালবাসা!


জানো....
তোমাকে খুব ছুঁতে ইচ্ছে করে।
নিতে ইচ্ছে করে তোমার ঘ্রাণ!
পরিপূর্ণ হতে চাই তোমার মাঝে।
নিঃশ্বাসে পাই বাঁচার শ্বাস।


হয়তো আমি সঠিক রূপকার নই।
ঠিকমত সাজাতে পারি না তোমায়।
আগোছালো রূপ হয়ে তুমি,
পড়ে থাকে অবহেলে।
তাই বুঝি এতো অভিমান!
দ্বিধা... ধরা দিতে...


অভিমান ভুলে একবার এসো,
আমার আঙিনায়।
রাখব তোমায় যতন করে,
সোহাগ ভরে।


তুমি যে আমার অপ্রকাশিত প্রকাশ!
আমার হারিয়ে ফেলা কবিতা!
আমার শুধু আমারি ভালবাসা।