আমায় যদি তোমরা কেউ খোঁজো __
জানবে __দিগন্তের শ্যামলিমায়,
আমি হারিয়ে গেছি।
রক্তমাংস, কাঁটা চামচ ;
সুবিচার - অবিচার ;
পাশাপাশি বিশ্বাস!
ন্যায়দণ্ডের মাপকাঠিটা বড় বেশি নড়বড়ে!


আমায় যদি তোমরা কেউ খোঁজো __
জানবে__আকাশের নীলে,
আমি হারিয়ে গেছি।
মহাশূন্য, আশ্বাস, মোহ;
সৌখিন সাজানো প্রলেপ!
পাশাপাশি প্রেম!
দৈহিক কিংবা মানসিক__ভাববার আছে।


আমায় যদি তোমরা কেউ খোঁজো__
জানবে__জমাট বাঁধা বদ্ধ মাটিতে
আমি হারিয়ে গেছি!
মূক বধির, সুদৃশ্য মডেল;
কাঁচের শোকেসের উপর আলতো পরশ!
পাশাপাশি ঘৃণা বা আবেশ।
কীটগুলোতে অদৃশ্য পদদলনে গর্বের হাসি!


আমায় যদি তোমরা কেউ খোঁজো...